Site icon Jamuna Television

যারা টেকব্যাক বলেছিল, জনগণ তাদের রেডকার্ড দেখিয়েছে: ছাত্রলীগ সভাপতি

ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে তথাকথিত রাজনৈতিক দলের ষড়যন্ত্র অব্যাহত আছে। যারা টেকব্যাক বলেছিল, জনগণ তাদের রেডকার্ড দেখিয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শোভাযাত্রা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, যারা ত্রুটিপূর্ণ গণতন্ত্রের কথা বলেছিল, তারা এখন সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। যারা ডোনাল্ড লুর আগমনে খুশি হয়েছিল, তারা এখন হতাশ। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার ধারাবাহিকতা প্রদানে দেশের সকল বিদ্যাপীঠ যেন সমর্থ হয়, এমন পরিবেশ তৈরি করা হচ্ছে।

সাদ্দাম হোসেন আরও বলেন, শেখ হাসিনা দেশে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করে দেশ থেকে স্বৈরাচার তাড়িয়েছেন। শেখ হাসিনার হাত ধরে দেশে কার্ফু গণতন্ত্র থেকে সত্যিকারের গণতন্ত্র এসেছে। শেখ হাসিনার হাত ধরে মানুষের জীবন ও ভাগ্যের উন্নতি হয়েছে।

/এমএন

Exit mobile version