Site icon Jamuna Television

জামালপুরে ৪০ কেজি গাজাঁসহ ইউপি সদস্য গ্রেফতার

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো.বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুরমুঠ ইউনিয়নের সুলতানখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩১ মে) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ।

গ্রেফতার মো. বেলাল শেখ ওই এলাকার করিম শেখের ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

ডিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বেলাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা চালায় ডিবি। এসময় তার ঘরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দুপুরের দিকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সকলের অগোচরে একজন জনপ্রতিনিধি গাঁজার ব্যবসা করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এনকে

Exit mobile version