Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, নিহত ২

দখলকৃত পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। রোববার (২ জুন) রাতভর অঞ্চলটির বিভিন্ন এলাকায় চলে সাঁড়াশি অভিযান। ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলো জানায়, অভিযানে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আটক করা হয়েছে কমপক্ষে ২০ ফিলিস্তিনিকে, যাদের মধ্যে ১২ জনই হেবরনের বাসিন্দা। সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালায় দখলদাররাও। অস্ত্র নিয়ে তারা হামলা চালায় নিরস্ত্র ফিলিস্তিনের বাড়ি-ঘরে।

বার্তাসংস্থা ওয়াফার তথ্য মতে, প্রায় ৮ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালীন পশ্চিম তীরে আটক হয়েছেন ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক।

/এএম

Exit mobile version