Site icon Jamuna Television

নাটোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে একরামুল হক নামে এক চালককে অজ্ঞান করে ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাছিকাটা বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে। ইজিবাইক চালক একরামুল হক একই উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার মৃত ইয়ার মন্ডলের ছেলে।

একরামুল হকের শ্যালক এনামুল হোসেন জানান, প্রতিদিনের মত সকাল ৬টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তার দুলাভাই একরামুল। পরে দুপুর আনুমানিক ২টার সময় হাজিরহাট এলাকা থেকে ইজিবাইক নিয়ে কাছিকাটার উদ্দেশ্যে রওনা হন তিনি। কাছিকাটা গ্যাস পাম্প এলাকায় পৌঁছালে ইজিবাইকে কোন যাত্রী না থাকার সুযোগে দুইজন অজ্ঞাত পথচারী গাড়ি থামাতে বলেন। একপর্যায় ওই দুই ব্যক্তি একরামুল হকের নাকের সামনে সাদা পাউডারের মত কিছু একটা ছুড়ে দেন। এতেই একরামুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মাটিতে পড়ে থাকতে দেখে একরামুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক চৈতি মুন্সি জানান, অজ্ঞান অবস্থায় একরামুল হক নামে এক ইজিবাইক চালক জরুরী বিভাগে চিকিৎসার জন্য আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাস নেয়ার সময় তার নাকের সামনে কিছু একটা দেয়া হয়েছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। জ্ঞান ফিরলে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ইজিবাইক চালক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জ্ঞান ফিরলে অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version