Site icon Jamuna Television

বেনজীর-আজিজ আওয়ামী লীগের লোক নয়: কাদের

বেনজীর অথবা আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা দুর্নীতি করেছে এটাই বড় পরিচয়। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, তাদের দায়মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা যাবে না।

রোববার (৯ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্ভআনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়; তাদের আন্দোলন মানেই সন্ত্রাস। দেশের মানুষ বিএনপি’র সাথে নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী ২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সব দলকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি। তবে বিদেশি কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তি সমাবেশ চালিয়ে যাবে বলেও জানান ওবায়দুল কাদের।

এটিএম/

Exit mobile version