Site icon Jamuna Television

ময়মনসিংহে পানিতে ডুবে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ৩ টার উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬)।

রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত বলেন, পুকুরের পাশে খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুব হৃদয় বিদারক।

এটিএম/

Exit mobile version