Site icon Jamuna Television

হাফ টাইমে স্কটিশদের বিপক্ষে তিন গোলের লিড জার্মানির

উয়েফা ইউরোর এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক জার্মানি। প্রথমার্ধে নয়্যার-কিমিখরা তিন গোলের লিড নিয়েছে স্কটিশদের বিপক্ষে। ডিম্যানশিফটদের হয়ে গোলগুলো করেন ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, ও কাই হাভার্টজ।

মিউনিখের আলিয়াঞ্জ এ্যারেনায় ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কিমিখের পাস থেকে বল পান ফ্লোরিয়ান উইর্টজ। ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শটে স্কটল্যান্ডের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি। ৯ মিনিট পরে লিড দ্বিগুন করেন জামাল মুসিয়ালা।

৩৯ মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেন রুডিগার। ঠিক ২ মিনিট বাদে গুন্ডোয়ানের হেড ফিরিয়ে দেন স্কটিশ গোলকিপার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল পেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন কাই হাভার্টজ।

উল্লেখ্য, ম্যাচের ৪৪ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্কটিশ ডিফেন্ডার পোর্টিয়াস।

/এমএইচআর

Exit mobile version