Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রথম দুই ম্যাচের হারেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ব্লাক ক্যাপসদের। এ ম্যাচটিকে শুধু আনুষ্ঠিকতাই বলা যায়। কারণ, বাদ পড়েছে আফ্রিকান দেশটিও। বিশ্বকাপে কিউইদের তৃতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ উগান্ডা।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টায় (বাংলাদেশ সময়) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করতে পাঠিয়েছেন উগান্ডাকে।

উগান্ডা একাদশ

রনক প্যাটেল, সাইমন সেসাজি (উইকেটরক্ষক), রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ, আলপেশ রামজানি, দিনেশ নাকরানি, কেনেথ ওয়াইসওয়া, ব্রায়ান মাসাবা (অধিনায়ক), ফ্রেড আচেলাম, জুমা মিয়াগি, কসমাস কিউতা।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, রাচিন রাবিন্দ্রা, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

/এমএইচ

Exit mobile version