Site icon Jamuna Television

প্রোটিয়াদের ১১৫ রানে আটকে দিলো নেপাল

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩১তম ম্যাচে প্রথম ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৫ রান। এই রান করতে তাদের খোয়াতে হয়েছে ৭টি উইকেট। নেপালের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন কুশাল ভারটেল।

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

ব্যাটিং বিপর্যয় ঘটলেও ১১ দশমিক ২ ওভার পর্যন্ত স্লো হলে দেখেশুনেই খেলছিলো প্রোটিয়ারা। তবে ৬৮ রানের পর হঠাৎ ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে। ৬৮ থেকে মাত্র ৪৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রেজা হেনরিকস।

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ জুন বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। কাগজে-কলমে ছোট দল হলেও বাংলাদেশকে যেন ‘হুমকি’ দিয়ে রাখল নেপাল

/এমএইচ

Exit mobile version