Site icon Jamuna Television

হিজবুল্লাহ-তেলআবিব দ্বন্দ্ব নিরসনে প্রতিনিধি পাঠাচ্ছেন বাইডেন

ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রতিনিধি দল। সোমবার (১৭ জুন) তাদের তেল আবিবে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

জানানো হয়, হিজবুল্লাহ-ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে নেতানিয়াহু প্রশাসনের সাথে কার্যকরী আলোচনা করবেন তারা। পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা যুক্তরাষ্ট্র চায় না, এমনটাও জানিয়েছে হোয়াইট হাউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হিজবুল্লাহ।

উল্লেখ্য, ৮ মাস ধরেই উত্তেজনা চলছে লেবানন-ইসরায়েল সীমান্তে। গেলো কয়েকদিন ধরে যা বেড়েছে কয়েকগুণ।

/এটিএম/এমএন

Exit mobile version