Site icon Jamuna Television

ইকুয়েডরে ভূমিধসে নিহত ৬

ভয়াবহ ভূমিধসের কবলে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। বানোস দে আগুয়া সান্তা শহরে প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। নিখোঁজ আরও ৩০ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। জানা যায়, একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই ভূমিধস। কবলিত অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। সড়ক কাদার নিচে চাপা পড়ায় কঠিন হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির গণপূর্তমন্ত্রী। সমবেদনা জানিয়েছেন নিহত ও নিখোঁজের পরিবারের প্রতি।

/এএম

Exit mobile version