Site icon Jamuna Television

ঈদের দিনে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকালে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের পাশে হাওরে এই ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মফিজনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহত জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর সকালে নৌকা নিয়ে জাল দিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

মফিজনগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য কবির আলম বলেন, জাহাঙ্গীর দরিদ্র মানুষ। সকালে নৌকা নিয়ে জাল দিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঈদের দিনে তার মৃত্যুতে আনন্দের পরিবর্তে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মফিজনগর গ্রামের একজনের মৃত্যু হয়েছে।

/এএম

Exit mobile version