Site icon Jamuna Television

প্রচণ্ড গরমে সৌদিতে ১৯ হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে প্রচণ্ড গরমে জর্ডানের ১৪ এবং ইরানের অন্তত পাঁচজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে বলেও জানায় জর্ডানের মন্ত্রণালয়।

এ সপ্তাহে মক্কায় তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এতে খোলা আকাশের নিচে ও পায়ে হেঁটে অনেক আচার-অনুষ্ঠানে বয়স্কদের অংশ নেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, মাউন্ট আরাফাতের কাছে একটি চিকিৎসাকেন্দ্রে গরমের কারণে ২২৫ জনের অসুস্থ হওয়ার ঘটনা নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি।

/এআই

Exit mobile version