Site icon Jamuna Television

টস জিতেছে অস্ট্রেলিয়া, আগে ব্যাটিং করবে বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সুপার এইটের প্রথম ম্যাচে শুরুতেই হানা দেয় বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পর টস হয়েছে। শুক্রবার (২১ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অজি অধিনায়ক মিচেল মার্শ।

সেমির দৌড়ে এগিয়ে যেতে দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে আজ। অজি একাদশে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ফিরেছেন। তাদের জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস। অন্যদিকে বাংলাদেশের একাদশে জাকের আলীর পরিবর্তে অফ-স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে নেয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ :

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

/এমএইচ

Exit mobile version