Site icon Jamuna Television

শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

ফাইল ছবি

লঙ্কান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেটের ‘বৃহত্তর স্বার্থে’ দায়িত্ব ছাড়লেন তিনি এমনটাই জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

গত বছরের শেষ দিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয় হাসারাঙ্গাকে। দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপসহ খেলেছেন ১০ টি ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে হাসারাঙ্গার দল।

বিশ্বকাপ শেষে চলতি মাসের ২৬ জুলাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্গা। এর আগেই নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা।

জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ৬৮টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। ১১০ উইকেট নেয়ার পাশাপাশি রান করেছেন ৬৭০। বর্তমানে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিয়েও শীর্ষে আছেন এই তারকা।

/এনকে

Exit mobile version