Site icon Jamuna Television

জেলার সোহেল রানাকে পাঁচ দিনের রিমান্ড

মাদকদ্রব্য ও ঘুষের টাকাসহ আটক চট্টগ্রামের জেলার সোহেল রানাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

দুপুরে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল মাহমুদের আদালতে সোহেল রানাকে হাজির করা হয়। দুদকের বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

গত ২৬ অক্টোবর কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ফেনসিডিল ও দুই কোটি টাকাসহ আটক করে দুর্নীতি দমন কমিশন- দুদকের একটি টিম। পরে মানি লন্ডারিং ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয় তার বিরুদ্ধে।

Exit mobile version