Site icon Jamuna Television

ঘন কুয়াশায় বিভিন্ন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কর্তৃপক্ষ জানায়, দৃষ্টিসীমা কমে আসায় রাত তিনটা থেকে বন্ধ আছে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে রাত সাড়ে এগারোটা থেকে ফেরি চলছে না। আর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে যাত্রী ও চালকরা ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে গত ছয় ঘণ্টা ধরে। ফেরি চলাচলে অচলাবস্থার কারণে বিভিন্ন ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাকও। দীর্ঘক্ষণ ঘাটে আটকে থেকে ভোগান্তিতে গন্তব্যে ছোটা মানুষ।

Exit mobile version