Site icon Jamuna Television

স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে মোদির বক্তব্য উস্কানিমূলক: ফয়জুল করীম

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে দেয়া বক্তব্য উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন, উপমহাদেশে মুসলমানদের শাসনের সময়েও হিন্দুরা ভালো ছিল। সকলের সাথে সাম্য ও মানবিক মর্যাদা থাকতে হবে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এ্যাডভোকেট নির্মলেন্দ রায় বলেন, অমুসলিমদের নিরাপত্তা দেয়া মুসলমানদের দায়িত্ব। বিপদে পাশে থাকার জন্য মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

/এনকে

Exit mobile version