Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টের শরীক হিসেবে নির্বাচন করছে কাদের সিদ্দিকীর দল

কাদের সিদ্দিকীর দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ এবারের জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের শরীক দল হিসেবে নির্বাচন করবে। দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীকে অথবা গামছা প্রতীকে নির্বাচন করবে কৃষক শ্রমিক জনতা লীগ।

এরআগে গত ৫ নভেম্বর কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে যোগ দেন। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র পুনরুদ্ধারের অান্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানায়।

Exit mobile version