Site icon Jamuna Television

নিজের ইউটিউব চ্যানেল খুললেন রোনালদো

এবার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে এলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইউআর ডট ক্রিস্টিয়ানো নামে সেই ফেরিভায়েড চ্যানেলটি লঞ্চ করা হয়।

চালু করার পর থেকেই চ্যানেলটিতে প্রথম ১ ঘণ্টায় সাবস্ক্রিবশন করতে দেখা গেছে প্রায় ১০ লাখ ব্যাবহারকারীদের। ইতোমধ্যেই প্রায় ডজনখানেক ভিডিও ও রিলস আপলোড করতে দেখা গেছে চ্যানেলটিতে।

উল্লেখ্য, ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হওয়া রোনালদো বর্তমানে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক। ক্যারিয়ারে স্পেন, ইংল্যান্ড, ইতালিতে লিগসহ প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সর্বোচ্চ ফলোয়ার রয়েছে তার। এবার ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবেও আত্মপ্রকাশ ক্রলেন সিআর সেভেন।

/এমএইচআর

Exit mobile version