Site icon Jamuna Television

নির্বাচন আর পেছানোর সুযোগ নেই: সিইসি

৩০ ডিসেম্বরের পর জাতীয় নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

এসময় সিইসি আরো বলেন, সরকার এবং সংসদ রেখে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪ সালে নির্বাচন হলেও সেখানে সব দল অংশগ্রহণ করেনি। যার কারণে এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের সফলতা ও ব্যর্থতার ওপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে।

তিনি বলেন, নির্বাচনে আপনাদের কারো ব্যক্তিগত ব্যর্থতায় যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ব্যর্থতার দায়ভার নির্বাচন কমিশন নেবে না। যদি এমন হয় তাহলে ব্যবস্থা নেবে কমিশন।

Exit mobile version