Site icon Jamuna Television

ভোট কারচুপির অপকৌশল হিসেবে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর করা হয়েছে: রিজভী

কূটনীতিকদের চোখের আড়ালে ভোট কারচুপির অপকৌশল হিসেবে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। এসময় তিনি নির্বাচনের তফসিল এক মাস পেছানোর জন্য পুনরায় দাবি জানান।

রিজভী আরো বলেন, নির্বাচন থেকে মাইনাস করার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জনপ্রিয়তার কারণেই তার প্রতি এত হিংসা।

তিনি বলেন, কারচুপি করার জন্যই ৮০-১০০ টি আসনে ইভিএম ব্যবহার করতে চায় সরকার। ইভিএম আওয়ামী লীগের কারচুপির মেশিন, এটা সরকারের চক্রান্তের অংশ। ইভিএম বন্ধ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Exit mobile version