Site icon Jamuna Television

নির্বাচনকালীন সরকারের কাজ করছে মন্ত্রীরা: তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মন্ত্রীরা নির্বাচনকালীন সরকারের কাজ করছে। এখন শুধু ফাইল সই করা হচ্ছে। আজ দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে মনে করি আমি। নির্বাচন পিছিয়ে ইসি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সাজাপ্রাপ্তরা নির্বাচন করতে পারবে না। সংবিধানে সেটি স্পষ্টভাবে বলা আছে। ভোট কেন্দ্রে মিডিয়া থাকবে না-এটা ইসির সিদ্ধান্ত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের রয়েছে।

Exit mobile version