Site icon Jamuna Television

নয়াপল্টনে অগ্নিসংযোগকারী কে ধরিয়ে দিতে ডিএমপির ঘোষণা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে, নাম ঠিকানা জানিয়ে সহায়তা করার জন্য ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সন্ধ্যায় ডিএমপির কাউন্টার টেররিজম ডিভিশনের ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়।

ফেসবুক পেজে ০১৭১৩৩৭৩১৪৭ এই নম্বর উল্লেখ করে নাম ঠিকানা ও তথ্য জানিয়ে সহায়তা করতে বলা হয়।

এরআগে দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি সেডান গাড়ি ও একটি ভ্যানে আগুন দেয় দুস্কৃতিকারীরা।

এই সংঘর্ষের সময় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকাল সোয়া ৩টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version