Site icon Jamuna Television

পাবনার বেড়ায় যৌথ বাহিনীর অভিযানে একে-৪৭ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় যৌথ বাহিনীর অভিযানে একে-৪৭ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে যৌথ বাহিনী বেড়া উপজেলার পাম্প স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার হয়। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া পাম্প স্টেশনের কাছে ইছামতি নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে একটি বাক্স পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তা খুলে একটি একে-৪৭, দু’টি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ পাওয়া যায়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

/এটিএম

Exit mobile version