Site icon Jamuna Television

ছাত্র-জনতার ওপর গুলি-হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে

ছাত্র-জনতার ওপর গুলি-হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের কর্মকর্তারা।

জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখানও সম্পন্ন করেনি সরকার। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটরসহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেয়া হয়েছে।

তথ্যের জন্য সারাদেশের সরকারি, বেসরকারি হাসপাতাল, গোরস্থান এবং সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা।

প্রসঙ্গত, গত জুলাইয়ের শুরু থেকে সারাদেশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এতে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তৎকালীন ক্ষমতাসীনরা। পরে সেই হামলা রূপ নেয় হত্যা ও গণহত্যায়। তৎকালীন সরকার দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান কয়েকশো আন্দোলনকারী। আন্দোলনের একপর্যায়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা।

/এনকে

Exit mobile version