Site icon Jamuna Television

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, জার্মানির কাছে হেরে বিদায় আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের সবশেষ রাউন্ডের ম্যাচে হারের মুখ দেখেছে দুই বিশ্ব জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপেও পরাজয় আলবিলসেলেস্তেদের, তবে জিতেছে ব্রাজিল। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার। অপরদিকে ক্যামেরুনকে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করছে সেলেসাওরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির কাছে ৫-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই ৪-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানরা। দ্বিতীয়ার্ধেও আগের মতো আক্রমণাত্বক ধার অব্যাহত রাখে তারা। আদায় করে নেয় আরও একটি গোল। জার্মানদের পক্ষে গোলগুলো করেন জানজিন, নাচতিগাল, ব্যান্ডের, নাচতিগাল ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লোম্বারডি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। শেষ আটে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

অপরদিকে, আসরের রাউন্ড অব সিক্সটিনের অপর ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন দুদিনহো, পেনাল্টি থেকে অপর গোলটি করেন প্রিসিলা।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও জার্মানি নিজ নিজ ম্যাচে জয়ের দেখা পেলে সেমিতে মুখোমুখি হবে তারা।

/এমএইচআর

Exit mobile version