Site icon Jamuna Television

লেবাননজুড়ে ৫ হাজার বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের, প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর 

লেবাননজুড়ে ৫ হাজারের বেশি ওয়্যারলেস ডিভাইস ‘পেজার’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র। এই ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ২ হাজার ৭শ’ ৫০ জন। যাদের মধ্যে বেশ কয়েকজন যোদ্ধা এবং বৈরুতে ইরানের দূত অন্তর্ভুক্ত ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রায় এক ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয়। পরবর্তী প্রায় ১ ঘণ্টা সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে।

ওইদিন বিকেলে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি পেজারগুলোর বিস্ফোরণের নিন্দা করেছেন। হ্যান্ডহেল্ড ডিভাইস লেবাননে মূলত হিজবুল্লাহ এবং অন্যরা বার্তা পাঠাতে ব্যবহার করে আসছে। এই ঘটনাকে তিনি একটি পরিকল্পিত ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসাবে আখ্যা দিয়েছেন।

তবে, এই ঘটনার পর দেশটির সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের জন্য ‘ইসরায়েল ন্যায্য শাস্তি’ পাবে।

/এআই

Exit mobile version