Site icon Jamuna Television

খুনি ও টাকা পাচারকারীরা কীভাবে পালিয়েছে জানতে চেয়েছে ইসলামী আন্দোলন

গণআন্দোলনে হামলার নির্দেশদাতা, খুনি, টাকা পাচারকারী ও দুর্নীতিবাজরা কীভাবে দেশ থেকে পালিয়েছে সেটি অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ প্রশ্ন তোলেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালালো সেটি উপদেষ্টাদের জিজ্ঞেস করেছি। এছাড়া এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন সংস্কার নিয়ে কথা বলেছে ইসলামী আন্দোলন। তিনি বলেন, স্বাধীনতার পর যত নির্বাচন হয়েছে সবগুলোতেই কমবেশি বিতর্ক আছে। সেজন্য বিতর্কমুক্ত নির্বাচনের লক্ষ্যে নতুন ফর্মুলাও দিয়েছেন তারা।

এ সময় আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য প্রধান উদেষ্টার কাছে দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম।

/এনকে

Exit mobile version