Site icon Jamuna Television

কবে থেকে বাড়তে পারে গরম, জানালো আবহাওয়া অফিস

দেশের সব বিভাগেই টানা চার দিন বৃষ্টি হয়েছে। আজ রোববার (৬ অক্টোবর) সকাল থেকে ঢাকায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সকাল ৯টার দিকে উঠিয়ে নেয়া হয়েছে চার বন্দরকে দেয়া সতর্কসংকেত।

আজ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী শুক্রবার (১১ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলিমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার।

এর আগের দিন দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে, ২৮২ মিলিমিটার। রাজধানীতে গতকাল বৃষ্টি হয় ৭৯ মিলিমিটার। চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। আগামী শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে।

তিনি আরও বলেন, আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার পর গরম বাড়তে পারে। আগামী মঙ্গলবারের (১৫ অক্টোবর) পর থেকে গরম আরও বাড়তে পারে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version