Site icon Jamuna Television

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে দেখা করলেন রিজভী

মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সাথে দেখা করেন তিনি। তার সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভায় অংশ নেন রিজভী। সভা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্বর্ণার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের আহ্ববায়ক আতিকুর রহমান’সহ বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Exit mobile version