Site icon Jamuna Television

রোহিঙ্গাদের বিতাড়ন করা উচিত হবে না: ভারতের সুপ্রিম কোর্ট

রোহিঙ্গাদের মানবিক অধিকার বিবেচনায় এনে ভারত সরকারের উচিত তাদের দেশ থেকে বিতাড়ন না করা, এমন কথা বলছে ভারতের সুপ্রিম কোর্ট। জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতে রোহিঙ্গা অবস্থান নিয়ে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত। আজ শুক্রবার, দেশটির সর্বোচ্চ আদালত এমন কথা বলে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা একে জাতিগত নিধনের শামিল বলছে। ভারতে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রিত অবস্থায় আছে। হায়দ্রাবাদ, জম্মু, হরিয়ানা, উত্তর প্রদেশ, দিল্লি ও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে এরা বাস করে। এদের মধ্যে ১৫ হাজারের মতো রোহিঙ্গা জাতিসংঘের শরাণার্থী সনদ পেয়েছে। অবশ্য, ভারত সরকার চায় এদের সবাইকে ফেরত পাঠাতে। তারা বলছে, এই রোহিঙ্গাদের সাথে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version