Site icon Jamuna Television

রাজবাড়ীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার জামালপুর ইউপির নটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুরজাহান ওই গ্রামের মৃত বেলায়েত শেখের স্ত্রী।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, নিহত নুরজাহানের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকা প্রবাসী। তিনি ছোট ছেলে বারেক শেখের সঙ্গে গ্রামে থাকতেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যার প্রকৃত কারন অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

Exit mobile version