Site icon Jamuna Television

বেরোবিতে পুনরায় চালু হলো পুলিশ ফাঁড়ি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক যাত্রা পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন ভিসি ড. শওকাত আলী ও অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী।

এসময় তিনি বলেন, ক্যাম্পাসে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করা পুলিশবৃন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ে সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, গত জুলাই মাসে ক্যাম্পাসে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা যেন পুনরায় না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী। তিনি বলেন, পুলিশ ক্যাম্পে কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাদের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সবার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পুলিশের আগের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসবে বলে আশা করেন।

এর আগে, ৫ আগষ্টের পর থেকে শিক্ষার্থীদের দাবির মুখে পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ ছিলো।

/এএস

Exit mobile version