Site icon Jamuna Television

এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক অর্ধশতাধিক

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করা শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সাথে ৫৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দুইটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরে যেতে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরুতে অনুরোধ করেন। কিন্তু সরে না গেলে তাদের ধাওয়া দেয়া হয় এবং লাঠিপেটাও করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাড়া খেয়ে এ সময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাদেরকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

/এমএন

Exit mobile version