Site icon Jamuna Television

মাদারীপু‌রের ৩টি আস‌নে আওয়ামী লীগের মনোনয়ন পে‌লেন যারা

আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে দলটি। আজ রোববার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন নিশ্চিতের চিঠি দেয়া শুরু হয়। মাদারীপু‌রে ৩টি আস‌নে আওয়ামীলীগের মনোনয়ন পে‌লেন তারা হলেন, নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর ১(শিবচর), শাজাহান খান (মাদারীপুর ২), ড. আবদুস সোবাহান গোলাপ (মাদারীপুর ৩)

Exit mobile version