Site icon Jamuna Television

ঢাকায় ‘জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’ উদযাপন

আয়োজনে ছিল চিত্র প্রদর্শনীও

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে উদযাপন করা হয়েছে ’জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউএন হাউস এ অনুঠিত হয় এই আয়োজন।

জাতিসংঘ দিবস-২০২৪ উপলক্ষে এ দিন চিত্র প্রদর্শনীতে অংশ নেন দেশ বিদেশের জাতিসংঘে কর্মরত ব্যক্তিত্বরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন বেশ কিছু আলোকচিত্র রাখা হয় প্রদর্শনীতে। দেশের বিভিন্ন প্রান্তের এসব ছবি ঘুরে দেখেন বিদেশি কূটনৈতিকরা।

আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস। সাংস্কৃতিক পারফরম্যান্স এর মধ্যদিয়ে শেষ হয় জাতিসংঘ দিবস-২০২৪।

/এনকে

Exit mobile version