Site icon Jamuna Television

চবির ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে প্রবেশ করে গোপনে ভিডিও করার সময় আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটকের সময় তার কাছ থেকে নয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত রহিম নোয়াখালীর বাসিন্দা এবং সেখানকার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, হলটির প্রহরী মোটরের সুইস অন করতে হলের ভেতরে যাওয়ার ফাঁকে হলে প্রবেশ করে অভিযুক্ত রহিম। পরবর্তীতে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকে। এ সময় সন্দেহ হলে হলের কয়েকজন ছাত্রী জিজ্ঞাসাবাদে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

চবির সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবককে আটক করা হয়। যদিও পরে অভিযুক্ত যুবকের বাবা-মায়ের তত্ত্বাবধানে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

/এনকে

Exit mobile version