Site icon Jamuna Television

নওগাঁয় খাদ্য আদালতের অভিযানে ২ হোটেল-রেস্তোঁরার বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে ২ হোটেল-রেস্তোঁরার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) শহরের দয়ালের মোড় থেকে ডিগ্রির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৃথক অপরাধে হোটেল সাত ভাই চাম্পা ও পঞ্চ হোটেল এন্ড রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বলেন, সকালে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযানে হোটেল সাত ভাই চাম্পায় পোকামাকড় যুক্ত ছয় লিটার দুধ নষ্ট অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পঞ্চ হোটেল এন্ড রেস্তোরাঁর রান্না ঘরে ৫ কেজি শুকনা ও ১ কেজি নষ্ট কাঁচামরিচ পাওয়া যায়। যা নিরাপদ খাদ্য আইনানুযায়ী অপরাধ হিসেবে গণ্য হওয়ায় দুই হোটেলের মালিক আমিরুল ইসলাম, মারুফ আহমেদের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদাল‌তে নিয়‌মিত মামলা দায়ের করার নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট । পরবর্তীতে নষ্ট দুধ ও মরিচ নষ্ট করা হয়। এই অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী খোর‌শেদ আলম বলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বাদী হ‌য়ে দুপু‌রে ওই দুই প্রতিষ্ঠানের মা‌লিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন বিচারক।

এসময় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের নেতৃত্বে নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিনসহ সদর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

/এসআইএন

Exit mobile version