Site icon Jamuna Television

নির্বাচনে হামলা ও ভোট জালিয়াতির ভুয়া ভিডিও নিয়ে এফবিআই’র সতর্কবার্তা

মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরেছে ভোটকেন্দ্রে জঙ্গী হামলার হুমকি ও ভোট জালিয়াতির দুটি ভুয়া ভিডিও। তবে এ বিষয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারন জনগনদের সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা –এফবিআই।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার নামে একটি বানোয়াট ভিডিও ছড়ানো হয়েছে। ভুয়া ওই ভিডিওতে ভোটকেন্দ্রে সন্ত্রাসী কর্মকান্ডের হুঁশিয়ারি দিয়ে ভোটারদের মেইল ভোট দেয়ার আহ্বান জানানো হয়। তবে এ ঘটনার একদিন আগেই এ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।

আরেক ফুটেজে যুক্তরাষ্ট্রের পাঁচটি কারাগারে থাকা বন্দীদের বিরুদ্ধে জাল ভোট দেয়ার অভিযোগে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।

এ দুটি বিষয়ই যে মিথ্যা সেটি জানিয়েছে এফবিআই এর ইলেকশন কমান্ড বিভাগ। এছাড়া এই দুই ভিডিওর অসত্যতা সম্পর্কেও সতর্ক করেছে সংস্থাটি। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার দাবি, নির্বাচনী প্রক্রিয়াকে মন্থর ও দূর্বল করতেই এসব কাজ করা হচ্ছে।

/এমএইচ

Exit mobile version