Site icon Jamuna Television

আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে মতবিরোধ নেই: ড. কামাল

জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে ভোট কারচুপির আশঙ্কার কথা জানালেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং-এ এমন কথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে কোনো মতবিরোধ নেই। দুই একদিনের মধ্যে জাতীয় ঐক্যফন্ট্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে, ভোট কারচুরির আশঙ্কা করছেন ঐক্যফ্রন্টের এ প্রধান নেতা।

Exit mobile version