Site icon Jamuna Television

সিটির হারের রাতে জয় পেয়েছে লিভারপুল

স্পোর্তিং লিসবনের বিপক্ষে রাতে তাদের ঘরের মাঠে দারুণভাবে শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। ৪ মিনিটে ফিল ফোডেনের গোলে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত সিটি হেরেছে ৪-১ গোলে। আরেক ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। ঘরের মাঠে লুইস দিয়াজের হ্যাটট্রিকে বায়ার লেভারকুসেনকে ৪–০ গোলে হারিয়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির শুরুতে গোল এরপরই, গার্দিওলা শিষ্যদের ছন্দপতন। পরের গল্পটা শুধুই লিসবনের। প্রথমার্ধে ভিক্টরের গোলে সমতায় ফেরার সন্তুষ্টি নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচ দ্বিতীয়ার্ধে, সিটির উপর আরো চড়াও হয় পর্তুগীজ ক্লাবটি। নিয়মিত বিরতিতে গোল পেতে থাকে লিসবন। এরপর শত চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সিটি। উলটো ম্যাচের শেষ দিকে, নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিক্টর।

আরেক ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। শেষটা একপেশে হলেও, শুরুতে ছিলো লড়াইর আভাস। পাল্টাপাল্টি আক্রমণ চালাতে থাকে দুু’দল। কিন্তু, গোলশুন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও পাল্টায়নি চিত্র। অবশেষে, ৬১ মিনিটে ডেডলক ভাঙ্গেন লুইস দিয়াস। দুই মিনিটের ব্যবধাণে স্কোরশিটে নাম লেখান গাকপো। কোনঠাসা হয়ে পড়েন আলোনসো শিষ্যরা। ম্যাচের শেষটা ছিলো পুরোই ‘দিয়াস শো’। ৮৩ ও ৯২ মিনিটে গোলের মাধ্যমে পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

/এসআইএন

Exit mobile version