Site icon Jamuna Television

অন্তত ১ মাসের জন্য ফের মাঠের বাইরে নেইমার

হ্যামস্ট্রিং চোটের কারণে ফের দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে। চিকিৎসার জন্য কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব আল হিলাল।

ধারণার চেয়ে যথেষ্ট গুরুতরই নেইমারের চোট। হাঁটুর গুরুতর চোটে এক বছর বাইরে থাকার পর সপ্তাহ দুয়েক আগে মাঠে ফেরেন তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগে গত সোমবার ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। কিন্তু পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে।

অপরদিকে, সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলাল বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, স্ক্যানে ৩২ বছর বয়সী তারকার হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তাকে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যেখানে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। পরে অস্ত্রোপচার করাতে হয় তার। পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে আল হিলালে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন কেবল সাতটি ম্যাচ।

/এমএইচআর

Exit mobile version