Site icon Jamuna Television

কমিশনের ওপর আস্থা তৈরি হয়েছে: সিইসি

প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে কমিশনের ওপর আস্থা তৈরি হয়েছে। এ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সবাই নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।

বৃহস্পতিবার সকালে ইসি ভবনে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রশিক্ষণার্থীদের সিইসি বলেন, প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। কোন প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় না নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করতে হবে।

ইসি ভবনে পর্যায়ক্রমে সারা দেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

Exit mobile version