Site icon Jamuna Television

শান্ত-সাকিবকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা, দলে ফিরেছেন আফিফ

টেস্টের মতো ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের সাথে ইনজুরিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়। সোমবার (২ ডিসেম্বর) উইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।

সোমবার রাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়বেন চারজন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিস করবেন ওয়ানডে সিরিজও। আর প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

/এসআইএন

Exit mobile version