Site icon Jamuna Television

আসাদের পালানোর খবরে প্রাসাদে ঢুকে ভাঙচুর-লুটপাট

২৪ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদে ঝাঁপিয়ে পড়েছে দেশটির নাগরিকরা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে লুটপাট ও ভাঙচুর করেছে তারা। রোববার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আসাদের দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে সাধারণ মানুষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তারা অবাধে নানা সামগ্রী একেবারে ‘আপন মনে করে’ তুলে নিয়ে যাচ্ছেন!

কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বড় ব্যাগ নিয়ে এসে সাধারণ মানুষ প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তার ব্যবহারের বিভিন্ন শৌখিন জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে আসাদের ব্যবহারের কলম, ঘড়ি, তার স্ত্রীর জুতা, প্রসাধনীও রয়েছে সেই তালিকায়।

এএফপির একজন প্রতিনিধি জানান, দামেস্কের পতনের পরপরই আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট চালিয়েছে কয়েক ডজন সিরীয়। এ সময় বিভিন্ন বয়সী নারী, শিশু এবং পুরুষদের আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। যদিও প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি ছিল, তবুও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া, প্রাসাদে সংরক্ষিত আসাদ এবং তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।

/এআই

Exit mobile version