Site icon Jamuna Television

রাজধানীর আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে রাতে মতিঝিলের পারাবত নামে একটি আবাসিক হোটেলে ১০ তলায় ৯০৫ নম্বর রুমের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাসানুজ্জামান চৌধুরী মাঝে মাঝে ঢাকা আসতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বৈরাগ গ্রামে। তার পিতার নাম মৃত আমিরুজ্জামান চৌধুরী। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

/এএম

 

Exit mobile version