Site icon Jamuna Television

জনগণ এ দেশকে ভারতের সামনে পদানত হতে দেবে না: হাফিজ

বাংলাদেশের জনগণ জীবন দিতে রাজি কিন্তু দেশকে ভারতের সামনে পদানত হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেজর (অব) হাফিজ বলেন, ভারত প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে বিষিয়ে তুলেছে। প্রতিবেশী রাষ্ট্রকে দাবিয়ে রাখতে চায় তারা। তবে নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন থাকবে না বলে জানান তিনি।

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে তিনি বলেন, ভারত যুদ্ধ শুরু করলে তা ভারতে গিয়েই শেষ হবে। দেশের ছাত্রসহ সকলকে সামরিক ট্রেনিং দিয়ে তৈরি করার দাবিও জানান এই বিএনপি নেতা।

/এমএইচ

Exit mobile version