Site icon Jamuna Television

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ৩৩ কেজির দাতিনা কোরাল

সাতক্ষীরা প্রতিনিধি:

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। মাছ নিয়ে হুলস্থুল কাণ্ড চলছে জেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়। নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। তবে এই টাকায়ও জেলেরা বিক্রি করতে রাজি হননি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নাপিতখালি গ্রামে মাছটি নিয়ে দরকষাকষি চলছে।

মাছটির সর্বোচ্চ নিলামে ডাক দেয়া উপকূলের মাছ ব্যবসায়ী বক্কার আলী জানান, মাছটির নাম দাতিনা কোরাল। বিভিন্ন ক্রেতারা এসেছেন। নিলামে আমি তিন লাখ ১০ হাজার টাকা বলেছি, এটি সর্বোচ্চ। তবুও জেলেরা দিতে রাজি হয়নি।

তিনি বলেন, মাছটি পুরুষ হলে এর দাম আমি ৮ লাখ টাকা দিবো। পুরুষ মাছ হলে তিন লাখ। আমি কেঁটে নেবো। তাতেও রাজি হচ্ছে না জেলেরা। এখনও অমিসাংসিত অবস্থায় রয়েছে। জেলেরা কোনো দাম বলছে না।

এই মাছ দামি হওয়ার বিষয়ে তিনি বলেন, এই মাছের ফুলকা বিদেশে রপ্তানি হয়। বিদেশিরা সুপ তৈরি করে যেটি খুব জনপ্রিয়। জাপান, সুইজারল্যান্ড, চীন, ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় এই মাছের ফুলকা।

গাবুরার নাপিতখালি গ্রামের সাত জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। গেল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের জালে মাছটি ধরা পড়ে।

/এটিএম

Exit mobile version