Site icon Jamuna Television

বিচারককে বিচারিক কাজে বাধা ও হুমকি, মুচলেকায় ছাড় পেলেন যুবদলকর্মী

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারককে হুমকি ও বিচারিক কাজে বাধা দেয়ার অভিযোগে উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত সুলাইমান খান নিজেকে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দাবি করলেও তিনি দলটির কোনো পর্যায়ের নেতা নন বলে জানিয়েছে জেলা যুবদলের নেতারা।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারককে কাজে বাধা দেয়ার ঘটনা ঘটে। এরপর বিচারকের নির্দেশে অভিযুক্ত সুলাইমান খানকে হেফাজতে নেয় পুলিশ। এর ৫ ঘণ্টা পর সন্ধ্যায় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যস্থতায় ওই বিচারকের কাছে ক্ষমাপ্রার্থনা করে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেন আদালত।

আদালত সূত্র ও আইনজীবীরা জানায়, রোববার দুপুরে একটি দেনমোহর সংক্রান্ত মামলার শুনানি চলছিল লিগ্যাল এইড আদালতের বিচারক সিনিয়র সহকারি জজ খালেদ মিয়ার আদালতে। এ সময় এজলাসে উপস্থিত হয়ে আপত্তিকর মন্তব্য ও বিচারককে হুমকি প্রদান করেন সোলায়মান খান। তাৎক্ষণিক বিচারকের নির্দেশে তাকে হেফাজতে নেয় কোর্ট পুলিশ।

দীর্ঘ পাঁচ ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর সন্ধ্যা ৬টার দিকে বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীদের উপস্থিতিতে বিচারকের কাছে ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিযুক্ত সুলাইমান খান।

/এনকে

Exit mobile version